অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মমতাকে রাবণের সঙ্গে তুলনা, ‘টুইটাওয়ালি’ কঙ্গনার একাউন্ট বন্ধ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার  

ভারত জুড়ে ইতিমধ্যেই ‘মুখরা’ হিসেবে পরিচিত পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কারণ প্রতিনিয়তই টুইটারে নানাজনকে আক্রমণ করে চলেছেন তিনি। আগে বলিউডের তারকারা তার লক্ষ্য থাকলেও ইদানিং রাজনীতিসহ চতুর্মুখি আক্রমণ শানাচ্ছেন তিনি। কঙ্গনার আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপ, জয়া বচ্চন থেকে শুরু করে রাহুল গান্ধী ছাড়িয়ে মমতা ব্যানার্জী পর্যন্ত। 

তবে বিজেপি ঘনিষ্ট হিসেবে পরিচিত কঙ্গনা কখনো  নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের আক্রমন করে কিছু লেখেন না। এমনকি করোনা মোকাবেলায় তারা সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরেও।

পশ্চিমবঙ্গে এতবড় নির্বাচন হয়ে গেলো। মমতা ব্যানার্জীর হাতে নাকানি-চুবানি খেলো মোদী-শাহরা আর কঙ্গনা এ বিষয়ে টুইট করবে না তা কি হয়! কঙ্গনা টুইট করেছেন এবং সেই টুইটে তিনি মমতা ব্যানার্জীকে তুলনা করেছেন রাবণের সঙ্গে। সেখানে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী।

এর ফলে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার একাউন্ট। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য কিছু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সাময়িকভাবে নয়, পাকাপাকি ভাবেই বন্ধ করা হয়েছে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট।