অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত ফেরত অস্ট্রেলিয়ানদের ৫ বছরের জেল নিয়ে নিন্দা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩ মে ২০২১ সোমবার   আপডেট: ১২:৫১ পিএম, ৩ মে ২০২১ সোমবার

ভারত থেকে অস্ট্রেলিয়ানরা নিজ দেশে ফেরায় ৫ বছরের নিষেধাজ্ঞা নিয়ে নিন্দা মানবাধিকার সংস্থাগুলোর

ভারত থেকে অস্ট্রেলিয়ানরা নিজ দেশে ফেরায় ৫ বছরের নিষেধাজ্ঞা নিয়ে নিন্দা মানবাধিকার সংস্থাগুলোর

ভারত থেকে অস্ট্রেলিয়ানরা নিজ দেশে ফেরায় ৫ বছরের নিষেধাজ্ঞা নিয়ে নিন্দা জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। করোনা বিবেচনায় নেয়া এই সিদ্ধান্তকে বর্ণবাদ ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। 

সোমবার (৩ মে) থেকে যেসব অস্ট্রেলিয়ান ভারত থেকে ফিরবেন তাদের জন্য ৫  বছরের জেল অথবা ৬৬ হাজার পর্যন্ত ইউএস ডলার ও উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 

এর আগে ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ রাখে অস্ট্রেলিয়া। এ আইনের মাধ্যমে ইতিহাসে প্রথমবার নিজ দেশে প্রবেশকে অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে ওসেনিয়া অঞ্চলের দেশটি। 

তবে সমালোচনা সত্তেও নিজের সিদ্ধান্তকে সঠিক বলছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, একই ধরনের মন্তব্য চীনের সাথে ফ্লাইট বন্ধের পরও উঠেছিল। এখানে কোন রাজনীতি নেই, এটা একটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা। 

বর্তমানে ৯০০০ অস্ট্রেলিয়ান ভারত থেকে দেশে ফেরার জন্য আবেদন করেছেন। যাদের মধ্যে ৬০০ জনকে 'অরক্ষিত' হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

সরকার থেকে বলা হচ্ছে, দেশের অন্যান্য নাগরিকদের রক্ষায় চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাথে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্চে ভারত ফেরত যাত্রীদের মধ্যে ১০ শতাংশ করোনা পজিটিভ আসে। আর এপ্রিলে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৭ শতাংশে।