অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম সেশনেই অলআউট হয়ে সিরিজ হার টাইগারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার   আপডেট: ০৬:৫৫ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

প্রথম ঘন্টাতেই অলআউট হয়ে টেস্টের পাশাপাশি সিরিজ হেরেছে মুমিনুলরা

প্রথম ঘন্টাতেই অলআউট হয়ে টেস্টের পাশাপাশি সিরিজ হেরেছে মুমিনুলরা

পঞ্চম দিনে ম্যাচ জেতার বা ড্র করার কোন  বিষয় ছিল না টাইগারদের জন্য। প্রশ্ন ছিলো ঠিক কতক্ষণ টিকে থাকতে পারবেন লিটন-মিরাজরা৷ তার উত্তর প্রথম সেশনেই মিলেছে। প্রথম ঘন্টাতেই অলআউট হয়ে টেস্টের পাশাপাশি সিরিজ হেরেছে মুমিনুলরা৷ 

১৭৭-৫ দিয়ে দিন শুরু করা বাংলাদেশ ছয় রান যোগ হতে হারায় ষষ্ঠ উইকেট। জয়বিক্রমার বলে এলবিডব্লুর শিকার হন লিটন দাস৷ রিভিউ নিলেও সাজঘরে ফিরতে হয় এই ডানহাতিকে।  

পরে তাইজুলকে নিয়ে কিছুক্ষণ প্রতিরোধের চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজ। উইকেট না পড়ায় পার্টটাইম বোলার আনেন অধিনায়ক করুনারত্নে। পরে ধনাঞ্জয়ার বলেই উইকেটরক্ষক ডিকভেলার হাতে ক্যাচ দেন তাইজুল ইসলাম। 

পরে আর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি মিরাজ। মেন্ডিসের বলে তাসকিন ফেরার পর জয়বিক্রমার শিকার হন এই ডানহাতি। সাজঘরে ফেরার আগে মিরাজের ব্যাট থেকে আসে ৩৯ রান৷ শেষে উইকেট হিসেবে আবু জায়েদ রাহিকেও ফেরান এই বাঁহাতি অর্থোডক্স। 

২২৭ রানে অলআউট হয়ে ২০৯ রানে হেরেছে টাইগাররা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর এবারও ৫ উইকেট নেন জয়বিক্রমা। শ্রীলঙ্কার হয়ে অভিষেক টেস্টে যা সর্বোচ্চ। 

স্কোরকার্ড:

শ্রীলঙ্কা- ৪৯৩/৭ডি ও ১৯৪/৯ডি

বাংলাদেশ- ২৫১ ও ২২৭