অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জয়ে ফিরলো বার্সা, টিকে আছে শিরোপার আশা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৬ এএম, ৩ মে ২০২১ সোমবার  

গ্রানাডার মতো অবনমনের কাছাকাছি থাকা প্রতিপক্ষের সাথে হারের ক্ষত হয়তো কাটিয়ে ওঠার নয়। তবে নিজেদের সামলে নিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে টিকিয়ে রেখেছে বার্সেলোনা। 

স্থানীয় সময় রবিবার (২ মে) ভ্যালেন্সিয়ার মাঠে ৩-২ গোলে জয় পেয়ে বার্সা। শুরুতে গাব্রিয়াল পাওলিস্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ১২ মিনিটের মধ্যে মেসির জোড়া ও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় বার্সা৷ শেষদিকে স্বাগতিকদের হয়ে স্কোরবোর্ডে নাম তোলেন কার্লোস সোলার। 

আগের ম্যাচে রক্ষণ ভুলে হারায় আজ বাদ দেয়া হয় উমিতিতিকে। তারচেয়ে বরং ৩-১-৪-২ এর মতো আক্রমণাত্মক ছকে একাদশ সাজান কাতালান কোচ রোনাল্ড কোম্যান৷ তারপরও প্রথমার্ধে মিলেনি সফলতা। 

উল্টো দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল হজম করে হাতাশায় পড়ে সফরকারীরা। কার্লোস সোলারে বাড়ানো বলে অনেকটা ফাঁকায় হেড দিয়ে ঠিকানা খুঁজে নেন পাউলিস্তা। 

৫৬ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা৷ তবে স্পট কিক থেকে গোল করতে ব্যার্থ হন মেসি৷ তবে ফিরতি বলে পা লাগিয়ে বল জাড়ে জড়াতে সফল হন ছয়বারের বিশ্বসেরা ফুটবলার৷ 

৬৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি আসে দুর্দান্ত প্রতি আক্রমণে। বাঁ পাশ থেকে বল ক্রস করলে মাথায় ছোঁয়ান ডি ইয়ং। বলটি ভ্যালেন্সিয়া গোলরক্ষক ঠেকালেও ফাঁকায় দাঁড়ানে গ্রিজম্যান তা জালে পাঠান। 

৬৯ মিনিটে বার্সার তৃতীয় গোলটি আসে মেসির দুর্দান্ত ফ্রি-কিক থেকে। ডি বক্সের বাইরে থেকে কিকটি চেষ্টা করেও নাগাল পাননি স্বাগতিক গোলরক্ষক। লিগে এটি মেসির ২৮ তম৷ এবারের লিগে গোল তালিকার শীর্ষে আছেন এই আর্জেন্টাইন। 

শেষদিকে অবশ্য কিছুটা চাপে পড়ে কাতালানরা৷ ৮৩ মিনিটে অলিভিয়ার পাস থেকে গোল করেন সোলার। তবে বাকি সময় নিরাপদেই পার করে বার্সা৷ 

লিগে ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনা ৭৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদের অবস্থা দ্বিতীয়৷ আর অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে আছে প্রথম স্থানে৷ 

বার্সেলোনা পরের ম্যাচে ঘরের মাঠে আতিথ্য দিবে অ্যাতলেটিকোকে। ম্যাচটি জিতলে সুযোগ থাকবে এগিয়ে যাওয়ার। তবে চার ম্যাচ টানা জিতলেও তাকিয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ানোর দিকে।