অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মায় বাল্কহেডে ধাক্কা খেয়ে-স্পিডবোট উল্টে গিয়ে ২৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০২ এএম, ৩ মে ২০২১ সোমবার   আপডেট: ১১:১১ এএম, ৩ মে ২০২১ সোমবার

মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে একটি থেমে থাকা বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোট এসে ধাক্কা দিয়ে ডুবে গেলে এ পর্যন্ত অন্তত  ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে।

সোমবার ( ৩ মে) সকাল ৬টায় শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ নদীর পাড়ে রয়েছে। দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যাওয়ায় সেখানেই তাদের মরদেহ রাখা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে শ্যামল বিশ্বাস জানান।