অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘দিদি’ ডেকে মমতাকে ‍মোদির অভিনন্দন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:২০ পিএম, ২ মে ২০২১ রোববার   আপডেট: ১০:২০ পিএম, ২ মে ২০২১ রোববার

‘দিদি’ ডেকে মমতাকে ‍অভিনন্দন জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি

‘দিদি’ ডেকে মমতাকে ‍অভিনন্দন জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মত জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা না হলেও এরই মধ্যে এক টুইটে মমতাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবার পশ্চিমবঙ্গের দখল নিতে উঠেপড়ে লেগেছিল মোদীর দল বিজেপি। মোদী নিজে সেখানে দলের নির্বাচনী প্রচারে অত্যন্ত সক্রিয় ছিলেন। দলীয় প্রচারের জন্য কয়েকবার তিনি পশ্চিমবঙ্গ ভ্রমণও করেছেন।

মোদী-মমতার কথার লড়াইয়ে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার বেশ জমজমাট হয়ে উঠেছিল। দুই নেতা পরষ্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। পশ্চিমবঙ্গের সমাবেশগুলোতে ‘দিদি ও দিদি’  বলে মমতাকে বহুবার ব্যঙ্গ করেছেন মোদী।

এবারও সেই ‘দিদি’ ডেকে মমতাকে ‍অভিনন্দন জানিয়েছেন তিনি।

মোদী টুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং কোভিড-১৯ মহামারী থেকে পরিত্রাণে কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে এবং বাড়ানো হবে।'

পশ্চিমবঙ্গে মমতার দলের সম্ভাব্য বিজয়ে ভারতের আরো বেশ কয়েকজন নেতা অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তাদের একজন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়াল লেখেন, ‘মমতা দিদি, আপনাকে বড় বিজয়ের জন্য অভিনন্দন। একেই বলে লড়াই।পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।'