অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:০১ পিএম, ২ মে ২০২১ রোববার  

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছেনা। এখন পর্যন্ত ভোট গণনায় ২০০ এর বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তবে সবার নজর আলাদাভাবে কেড়েছিল মমতা ব্যানার্জির আসন নন্দীগ্রামে। 

মূলত এই আসনেই প্রতিবাদ, সংগ্রাম করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্থান। আসনটিতে বিধায়ক প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি। তবে ভোট গণণার শুরুতে সবাইকে অবাক করে দিয়ে নন্দীগ্রামে প্রথম দিকে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

বর্তমান মুখ্যমন্ত্রী পিছিয়ে থাকলেও ভরসা রেখেছিলেন তৃণমূল নেতাকর্মীরা। একাদশ তম রাউন্ড শেষে দেখা গেছে তাদের কথাই সত্য হয়েছে। নন্দীগ্রামে ৩ হাজার ৩২৭ ভোটে শুভেন্দুকে ছাড়িয়ে গেছেন মমতা ব্যানার্জি। 

নন্দীগ্রামের ভোট গণনা হচ্ছে হালদায়। সেখানে প্রথমে গণনা করা হয় পোস্টাল ভোট। তারপর শুরু হয় ইভিএম ভোট গণণা। ইতোমধ্যে অনেক ভোট গণনা হলেও সার্ভার সমস্যার কারণে সব ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানায় নির্বাচন কমিশন।