অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমবঙ্গ: বিজেপির স্বপ্নভঙ্গ!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:২৫ পিএম, ২ মে ২০২১ রোববার   আপডেট: ০১:২৮ পিএম, ২ মে ২০২১ রোববার

মমতা বন্দোপাধ্যায়

মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া ছিল কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সেই লক্ষ্যে নির্বাচনের বেশ আগে থেকেই পশ্চিমবঙ্গকে পাখির চোখে দেখছিল দলটি। রাজ্যের ক্ষমতাসীন দল মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারাতে হেন চেষ্টা নেই যা করেনি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সমস্ত রাজনৈতিক মেধা আর শক্তি বিনিয়োগ করেছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচনের পেছনে।

কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতার পথে মমতা বন্দোপাধ্যায়ের দল।

ভোট গণনা শেষ হতে সন্ধ্যা পেরিয়ে যেতে পারে। কিন্তু দুপুর নাগাদ যে হিসেবে তাতে ২৯৪ আসনের বিধানসভায় ২০০ আসনে এগিয়ে তৃণমূল। বোঝাই যাচ্ছে বেশ ভালো ব্যবধানেই বিজয় নিশ্চিত করবে দলটি। ক্ষমতায় যেতে প্রয়োজন ১৪৮ আসন।

এদিকে রাজ্যে বাম এবং কংগ্রেস জোটের অবস্থা শোচনীয়। সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনে ৪৪ আসন জিতে রাজ্যের প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস। এবারের নির্বাচনে তারা দুুইয়ের ঘর ছুতে পারবে কিনা সন্দেহ। একই অবস্থা ৩৪ বছর ধরে রাজ্যে শাসন করা বাম জোটেরও।