অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্কারজয়ী অভিনেত্রী অলিম্পিয়া ডুকাসিস মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২ মে ২০২১ রোববার   আপডেট: ০১:৪৯ পিএম, ২ মে ২০২১ রোববার

অস্কার জয়ী অভিনেত্রী অলিম্পিক ডুকাসিস ৮৯ বছর বয়সে মারা গেছেন

অস্কার জয়ী অভিনেত্রী অলিম্পিক ডুকাসিস ৮৯ বছর বয়সে মারা গেছেন

অস্কার জয়ী অভিনেত্রী অলিম্পিক ডুকাসিস ৮৯ বছর বয়সে মারা গেছেন। ১৯৮৭ সালের রোমান্টিক কমেডি 'মুনস্ট্রাক' চলচ্চিত্রের জন্য অস্কার জিতেন তিনি। 

রবিবার (২ মে) এই অভিনেত্রীর ভাই অ্যাপোলো ডুকাসিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বার্ধক্য জনিত অসুস্থতায় তার মৃত্যু হয় বলে জানান ডুকাসিসের ভাই। 

মূলত থিয়েটার দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন অলিম্পিয়া ডুকাসিস। সেখানে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেন তিনি। তবে ৫০ বছর বয়সে এসে হলিউডে পরিচিতি লাভ করেন। 

এসময় কমেডি চরিত্রে নিজেকে অনন্য করে তোলেন ডুকাসিস। তার মধ্যে চের এর মায়ের চরিত্রে অভিনয় করে অস্কার জেতেন তিনি। 

৮০'র দশকে শেষ দিকে স্টিল মেগনোলিয়াস, ওয়ার্কিং গার্ল ও লোক হু ইজ টকিং এর মতো কালজয়ী চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়৷