অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে চমক ইমরুল 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩২ এএম, ২ মে ২০২১ রোববার   আপডেট: ১১:৫৬ এএম, ২ মে ২০২১ রোববার

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ইমরুল কায়েস। প্রেসিডেন্ট কাপে কিছু রান পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে ডাকেননি নির্বাচকমণ্ডলী। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ সদস্যের প্রাথমিক দলে তার অন্তর্ভুক্তি চমক হয়েই এসেছে৷ 

ইমরুল সর্বশেষ জাতীয় দলের জার্সি চাপিয়েছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনের দিবারাত্রির টেস্টে। আর রঙিন পোশাকে খেলেছেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

প্রাথমিক দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে নতুন নাম শহিদুল ইসলাম। টেস্ট স্কোয়াডের প্রাথমিক দলেও যাকে রাখা হয়েছিলো। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। 

২৩ সদস্যের যারা ঢাকায় আছেন তারা অনুশীলন শুরু করবে রবিবার (২ মে) থেকে। আর বাকিরা শ্রীলঙ্কা সিরিজ শেষে যোগ দিবেন তাদের সাথে৷ আগামী ১৬ মে শ্রীলঙ্কার বাংলাদেশে আসার কথা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ সদস্যদের প্রাথমিক দল

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।