অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বড় টার্গেটের পথে শ্রীলঙ্কা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩২ এএম, ২ মে ২০২১ রোববার   আপডেট: ০১:৪৮ পিএম, ২ মে ২০২১ রোববার

বড় টার্গেটের পথে শ্রীলঙ্কা

বড় টার্গেটের পথে শ্রীলঙ্কা

তৃতীয় দিনের শেষ দিকে জোড়া উইকেট নিয়ে কিছুটা আশা তৈরি করেছিল টাইগাররা। তবে চতুর্থ দিনের শুরুতে উইকেটে অটল থেকে বড় টার্গেটের দিকে ছুটছে শ্রীলঙ্কা৷ 

গতকাল ১৫ রানেই লাহিরু থিরামান্নে ও ওশাডা ফার্নান্দোকে ফেরায় টাইগাররা৷ তবে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা স্বাগতিক অধিনায়ক ছিলেন মাঠে। যাকে এখনও ফেরাতে পারেননি তাসকিন-তাইজুলরা৷ অপরাজিত আছেন ৫২ রানে। 

একটি উইকেট অবশ্য পেয়েছে মুমিনুল বাহিনী৷ অ্যাঞ্জেলা ম্যাথিউসকে বদলি ফিল্ডার ইয়াসির রাব্বির ক্যাচ বানান তাইজুল ইসলাম৷ দিনের সাফল্য বলতে আপাতত এটুকুই। 

তিন উইকেট হারানো লঙ্কানদের সংগ্রহ এখন ৯০ রান। এগিয়ে আছে ৩৩২ রানে। পার করতে না পারার মতো লক্ষ্য পেলেই ইনিংস ঘোষণা করবে স্বাগতিকরা৷ 

নিজেদের বেগতিক অবস্থার জন্য অবশ্য টাইগাররাই দায়ী। অভিষিক্ত জয়বিক্রমার কাছেই তো ছয় উইকেট হারিয়েছেন মুমিনুলরা৷ শেষ ৩৭ রান তুলতেই খুইয়েছেন ৭ উইকেট।