অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্দান্ত তাসকিনে ম্যাচে ফিরছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার  

পাল্লাকেলের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা অসহায় কেটেছে বাংলাদেশের বোলারদের৷ সেদিন দু্র্ভাগা ছিলেন তাসকিন। তার বলে ক্যাচ পড়েছে শান্তর হাত থেকে৷ এছাড়াও ছিল কয়েকটি হাফ চান্স। তবে হতাশ না হয়ে দ্বিতীয় দিনে এসে আগুন ঝরিয়েন এই স্পিড স্টার। তিন উইকেট নিয়ে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তাসকিন। 

২৯১-১ দিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কাকে আজকের ১৫তম ওভারে প্রথম ধাক্কা দেন তাসকিন। আজকের দিনে নিজের পরিকল্পনায় পরিবর্তন আনেন তাসকিন৷ বারবার করে যাচ্ছিলেন শর্ট বল। তার বলে অনেকটা অস্বস্তিতে ছিলেন লাহিরু থিরামান্নে। শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে ১৪০ রান করে। 

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮২-৬। থিরামান্নেকে ফেরানোর পর আরও দুই উইকেট নিয়ে স্বাগতিকদের এ অবস্থায় এনেছেন মূলত তাসকিনই। প্রতিপক্ষের ৩১৯ রানে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে ফেরান এই ডানহাতি। গুড লেন্থের কিছুটা পিছনে থাকা বলটি সামনে এসে ডিফেন্স করতে চেয়েছিলেন ম্যাথিউস। তবে দ্রুত গতির বলটি ব্যাটের উপরের অংশ ছুঁয়ে চলে যায় লিটন দাসের হাতে৷ 

১২২ তম ওভারে চতুর্থ লঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। একই সাথে বাউন্স ও সুইং করা বলটি বুঝে উঠতে পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা। ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে থাকা শান্তর হাতে। 

৩২৮ রান চার উইকেট হারানো লঙ্কানদের পরের দুই উইকেট যায় ৩৮২ রানে। প্রথমে পাথুম নিশাংকাকে বোল্ড করেন তাসকিন৷ পরের ওভারেই গলার কাঁটা হয়ে থাকা ওশাডা ফারনান্দোকে লিটনের ক্যাচ বানান মিরাজ৷ এই ডানহাতির ব্যাট থেকে আসে ৮১ রান।