অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রেমের ধাঁধাঁ

ওমর তাসিক

প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

প্রেমের ধাঁধাঁ

ওমর তাসিক

আজব আজব প্রেমের প্রকার আজব ভালোবাসা, 
অর্থকড়ি লেনদেন আর ফ্ল্যাট কেনাটাই আশা। 
লক্ষ টাকা প্রেমের দর মনের ব্যাপার শূন্য, 
বড় লোক প্রেমিক হলেই প্রেমটা যেনো পূন্য।

প্রতিশ্রুতির নেইকো বালাই নেইকো জীবন ভাবনা, 
গেলাম পেলাম মিলন হলো প্রেমটা যেনো ফেলনা। 
ফেসবুক আর ইন্সটাগ্রামের চটকদারি পোস্টে, 
পাগল হয়ে ঝাপিয়ে পড়ে মধুর জীবন নষ্টে। 

অভিলাষী মেয়েরা ভাবে টাকাই জীবন লক্ষ্য, 
পয়সাওয়ালা মানুষগুলো সূযোগ নেয়ায় দক্ষ।  
অনেক টাকার স্বপ্ন দেখে নারীর মাথা নষ্ট, 
রঙের খেলা ভাংলে বুঝে ভুল জীবনের কষ্ট।

দুইদিনেতে আপন হয়েই আই লাভ ইউ বারাবার, 
চেনাজানার নেইকো বালাই গভীর প্রেমের কারবার। 
অনেক সাহস বলবো নাকি অবক্ষয়ের কৃষ্টি, 
লোভ লালসা ভোগবিলাসের চিন্তা থেকেই সৃষ্টি। 

নেয়া দেয়ায় মন থাকে না গিফট নেয়াটাই মূল কথা, 
শুরু দেখেই বুঝতে হবে এসব প্রেমের শেষ কোথা। 
ভালোবাসার বিশ্বাস আর সম্মানটা নাই যেথা, 
মেলামেশা যতই থাকুক ভালোবাসা নেই সেথা। 

হঠাৎ ধনির প্রেমের খেলা জনে জনে ভোগবিলাস, 
ধনীর বাহু অবুঝ নারীর প্রেমের ফাঁদের সর্বনাশ। 
স্মার্টফোনের স্মার্ট জীবন ভ্রস্ট পথের সূত্র, 
স্মার্ট ললনার মরণ খেলা নব্য ধনীর পুত্র।

থামবে কবে ভোগবিলাসের মিথ্যে প্রেমের সব খেলা, 
কয় জীবনে বুঝবে নারী ভুল হিসেবের প্রেম লীলা। 
নিজের ভালো বুঝলে নিজে লোভের দরজা বন্ধ, 
ভুল মানুষকে এড়িয়ে গেলে, প্রেম কভু নয় অন্ধ।