অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম সেশন কাটলো হতাশায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

আজও যথারীতি আগুন ঝরিয়েছেন তাসকিন৷

আজও যথারীতি আগুন ঝরিয়েছেন তাসকিন৷

টস হেরে বোলিং পাওয়ার পরই বুঝা যাচ্ছিল দিনটি কষ্টের কাটবে তাসকিনদের। কারণ পিচ প্রথম টেস্টের মতোই ব্যাটিং সহায়ক। প্রথম সেশনেও হয়েছেও তাই। কোন উইকেটই নিতে পারেনি টাইগার বোলাররা। শ্রীলঙ্কা তুলেছে ৬৬ রান। 

প্রথমে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী। আজও যথারীতি আগুন ঝরিয়েছেন তাসকিন৷ গতি আর বাউন্সে পরাস্ত করেছেন থিরামান্নে ও করুনারত্নকে। কিন্তু সাফল্য মেলেনি। 

অন্যদিকে গতি কম হলে লাইন-লেন্থ ও সুইং দিয়ে চেষ্টা চালিয়েছেন রাহী৷ দুয়েকবার প্যাডে বল লাগাতে পেরেছেন তবে বল ছিল অনেকটাই ওপরে। একবার ব্যাটে বল লেগেছে ভেবে রিভিউ নেন মুমিনুল। তবে কোন স্পাইক না দেখতে পাওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তই অটল থাকে। 

এদিকে উইকেট না পেলেও অভিষেকে সবাইকে মুগ্ধ করেছে শরিফুল ইসলাম। নিজের উচ্চতা আর সুইং কাজে লাগিয়ে প্রথম তিন ওভারে চাপে রেখেছেন স্বাগতিকেদের। কয়েকবার তো গতি উঠেছে ৮৯ মাইলও৷ তবে চতুর্থ ওভারেও তাকে জোড়া বাউন্ডারি হাঁকান করুনারত্নে৷ ৬ ওভারে ১৮ রান এসেছে তার ওভার থেকে।