অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিন পর করোনায় মারা গেলেন স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার আট দিনের প্রয়াত হলেন তার স্ত্রী প্রতিমা ঘোষ

কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার আট দিনের প্রয়াত হলেন তার স্ত্রী প্রতিমা ঘোষ

করোনা আক্রান্ত হয়ে বাংলা সাহিত্যের অন্যতম কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার আট দিনের প্রয়াত হলেন তার স্ত্রী প্রতিমা ঘোষও। তিনিও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এতো দিন বাড়িতেই ছিলেন প্রতিমা। বয়স হয়েছিল ৮৯ বছর। আর শঙ্খ ও প্রতিমার বৈবাহিক জীবন ছিল ৬৫ বছরের।

গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে কবির। একই সঙ্গে আক্রান্ত হন তার স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। এর মধ্যে ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের।

পরিবার সূত্রে খবর,  কবির মৃত্যুর পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমারও। এতটাই অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কলকাতা সময় ভোর ৫টা নাগাদ তিনি মারা যান।

জানা গেছে, ঘোষ পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। কেউ কেউ ভর্তি রয়েছেন হাসপাতালে। 

জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। প্রকাশ হয়েছে তার লেখা একাধিক বই।