অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার ‘ট্রাভেল বাবল’ চালু করছে সিঙ্গাপুর-হংকং

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার  

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাল্টে দেয় পৃথিবীর দৃশ্যপট। দেখা যায় নতুন নতুন মেরুকরণ। করোনাও এখন পাল্টে দিয়েছে বিশ্বের নিয়ম-কানুন। কোভিড-১৯ এর কারণেই ‘ট্রাভেল বাবল’ নামের নতুন মেরুকরণ দেখছে সবাই। 

সম্প্রতি ট্রাভেল বাবল চালু করতে সম্মত হয়েছে সিঙ্গাপুর-হংকং। আগামী ২৬ মে থেকে চালু হওয়া এই পদ্ধতি এক দেশ থেকে অন্য দেশে গেলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকবে না। 

ট্রাভেল বাবলের দীর্ঘ প্রক্রিয়া শুরু হয় গতবছরের নভেম্বরে। কিন্তু হংকংয়ে করোনা সংক্রমণ হঠাৎ বাড়ায় সেটি স্থগিত হয়ে যায়। আশা করা হচ্ছে এর মাধ্যমে দেশ দুটির পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। 

যদি এই প্রক্রিয়া চালু হয় তাহলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর পর দ্বিতীয়বারের মতো দেখা যাবে ট্রাভেল বাবল। গত সপ্তাহ থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন মুক্ত যাতায়াত চালু হয়েছে। 

এ বিষয়ে সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী ওং ইয়ে কুন বলেন, হংকং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারায় আমি অত্যন্ত খুশি। আমাদের অনেক মাস অপেক্ষা করতে হয়েছে। তবে এখনই এটিবি (এয়ার ট্রাভেল বাবল) চালু করার সঠিক সময় বলে আমারা মনে করছি।