অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার ভয়াবহতার মুখে থাকা ভারতের পাশে অনেকেই

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:০০ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার  

বর্তমানে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে ভারত। দৈনিক সংক্রমণ, মৃত্যুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটিতে। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমন অবস্থায় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র দিয়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে বেশ কয়েকটি দেশ ও গোষ্ঠী। 

ইতোমধ্যে ভারতে ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাজ্য। জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। 

ভারতে ভ্যাকসিন তৈরির সরঞ্জাম পাঠানোতে যে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র, তা তুলে নেয়া হয়েছে। ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদনের সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ হাজার ৭৬৭ জন। জ্বলন্ত চিতার ছবি মানুষকে স্তব্ধ করে দিচ্ছে৷ 

দেশটির রাজধানী দিল্লিতে হাসপাতালে রোগী জায়গা দিতে না পারায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া দেশব্যাপী নতুন ৫০০ অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷