অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্য যাবেন বাইডেন 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রোববার  

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্যে যাবেন জো বাইডেন। জুনে অনুষ্ঠিত হতে চলা জি-৭ সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর বেলজিয়াম যাবেন ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে। 

নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সাধারণত কানাডায় যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। তবে করোনার কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সে সাক্ষাৎ অনলাইনে সেরে নিয়েছেন বাইডেন। 

যুক্তরাজ্য সফর প্রসঙ্গে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পসাকি জানান, এই সফরে আমাদের জোট পুনরুদ্ধার, ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক জোরদার, এবং বিশ্বব্যাপী করোনা মোকাবেলা ও আমেরিকার স্বার্থকে আরও সুরক্ষিত করতে সহযোগীদের সাথে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করা হবে। 

১১-১৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে জি-৭ সম্মেলন। তারপর বরিস জনসনসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। 

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি ও জাপান মিলে জি-৭ গঠিত। তবে এই সম্মেলনে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও থাকবেন।