অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুপারম্যানের ৮৩ বছর, যে ৩ কমিক এখনো চলচ্চিত্র রূপ পায়নি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার  

১৯৩৮ সালের ১৮ এপ্রিল সুপারম্যানের প্রথম কমিক প্রকাশিত হয়।

১৯৩৮ সালের ১৮ এপ্রিল সুপারম্যানের প্রথম কমিক প্রকাশিত হয়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ সংস্কৃতির অংশ হয়ে আছে সুপারম্যান। এটা এমন এক সুপারহিরো যার জন্ম কমিকের মাধ্যমে। এটাই বিশ্বের সবচে প্রাচীনতম কমিক বই যা এখনও প্রকাশিত হয়। ১৯৩৮ সালের ১৮ এপ্রিল প্রথম সুপারম্যান বাজারে এসেছিলো। 

১৯৭৮ সালে রিচার্ড ডোনারের পরিচালনায় ক্রিস্টোফার রিভের অভিনয়ে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে তা আধুনিক সুপারহিরো হিসেবে পর্দায় উঠে আসে। রবিবার (১৮ এপ্রিল) ভক্তরা কমিকটির ৮৩ তম বার্ষিকী পালন করেছে। 

কমিক সিরিজটি নিয়ে এখন পর্যন্ত অনেক অ্যানিমেশন ও চলচ্চিত্র বানানো হয়েছে। তবে এখনও এমন ৩টি দুর্দান্ত গল্প আছে যা ওয়ার্নার ব্রোসরা তৈরি করতে পারে। 

ক্যালভিন এলিস

ক্যালভিন এলিস মূলত বারাক ওবামা সুপারম্যান হওয়ার মতো গল্প। এখানে ক্লার্ক কেন্ট (সুপারম্যান) একজন ক্রিপ্টোনিয়ান, যাকে ক্রিপ্টনকে ধ্বংস থেকে বাঁচাতে পৃথিবীতে পাঠানো হয়েছে। ঘটনাক্রমে সে এক আমেরিকান দম্পতির ঘরে বেড়ে ওঠে ও আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়। অন্যান্য সুপারম্যান চরিত্রে তাকে ডেইলি প্লানেটের সাংবাদিক চরিত্রে দেখানো হলেও এখানে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। 

সুপারম্যান: রেড সন

একবার ভাবুন তো সুপারম্যান কানসাসে জন্ম না নিয়েছে বেড়ে উঠেছে সোভিয়েত ইউনিয়নে? দেশপ্রেমিক সোভিয়েত সুপারম্যানের প্রতি আমেরিকা কী রকম প্রতিক্রিয়া দেখাবে? সুপারম্যান: রেড সন কমিকে এই আকর্ষণীয় প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এটিতে সমান্তরাল বিশ্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যদিও এটা নিয়ে ইতোমধ্যে অ্যানিমেশন হয়েছে তবে চলচ্চিত্রও নির্মান করা যেতে পারে। 

সুপারম্যান: ওয়াটেভার হ্যাপেন টু ম্যান অব টুমোরো

অ্যালান মুরের লেখা ও কর্ট সোয়ানের আঁকা কমিকটি মূলত ম্যান অব স্টিলের উপসংহার। যদি কমিকের সত্যিকার আবেগ বিশ্বস্ততার সাথে তুলে ধরা যায় তবে “সুপারম্যান: ওয়াটেভার হ্যাপেন টু ম্যান অব টুমোরো” হবে এক অনবদ্য সুপারহিরো চলচ্চিত্র।