অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গিনেসে নতুন দুই রেকর্ড গড়লো বিটিএসের ‘ডায়নামাইট’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার  

বিশ্ব সঙ্গীতে চমক হয়ে এসেছে দক্ষিণ কোরিয়ান পপ গান, যা সাধারণ কে-পপ নামে জনপ্রিয়। আর তার পতাকা বহন করছে ‘বিটিএস’। একের পর এক রেকর্ড গড়ে প্রথম কে-পপ ব্যান্ড হিসেবে গান পরিবেশন করে গ্র্যামি অ্যাওয়ার্ডে। সর্বশেষ তাদের অর্জনে যুক্ত হলো নতুন দুই পালক। 

আর এই পালক যুক্ত হয়েছে তাদের প্রথম ইংলিশ গান ‘ডায়নামাইট’ দিয়ে। এ গানটি দিয়েই তারা মনোনিত হয় গ্র্যামির জন্য। এছাড়া তিনটি বিশ্বরেকর্ড গড়ার পর এবার দুটি গিনেস রেকর্ড গড়লো গানটি। ডিজিটাল সঙ্গীত বিক্রির হিসেবে সবচেয়ে বেশি সপ্তাহ তালিকার শীর্ষে থাকা ও একমাত্র কে-পপ দল হিসেবে সবচেয়ে বেশি সময় ইউএস হট ১০০ তে ছিল ‘ডায়নামাইট’। 

গিনেস বিশ্ব রেকর্ড মতে, ২০২০ সালের ১৩ এপ্রিল থেকে টানা ৩২ সপ্তাহ ইউএস হট ১০০ তে ছিল ডায়নামাইট। এই সময়ে মোট তিন সপ্তাহ শীর্ষে ছিল গানটি। শীর্ষ দুইয়ে ছিল সাত সপ্তাহ ও শীর্ষ ১০ এ ছিল মোট ১৩ সপ্তাহ। 

এছাড়া ডিজিটাল সঙ্গীত বিক্রির হিসেবে টানা ১৮ সপ্তাহ বিলবোর্ডের শীর্ষে ছিল ‘ডায়নামাইট’। এর মাধ্যমে গড়েছে গিনেস রেকর্ড। এর আগে তিনটি গিনেস রেকর্ড গড়ে ডায়নামাইট। সেগুলো হলো- ২৪ ঘন্টায় ইউটিউবে সর্বোচ্চাবার দেখা, কোন সঙ্গীত হিসেবে ২৪ ঘন্টায় সর্বোচ্চবার দেখা এবং কোন কে-পপ গান হিসেবে সর্বোচ্চবার ইউটিউবে দেখা।