অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বনানী কবরস্থানে সমাহিত হবেন কবরী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১১:৩১ এএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার   আপডেট: ১১:৩৫ এএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

শনিবার (১৭ এপ্রিল) বাদ যোহর জানাজা শেষে বনানী কবস্থানে সমাহিত করা হবে বরেণ্য অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীকে। সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কবরীর ছেলে শাকের চিশতী। 

তিনি জানান, ‘আম্মার গোসল চলছে, গোসলের পর উনাকে বাসায় (গুলশান-২) নিয়ে আসা হবে। বাদ যোহর জানাজার পর গার্ড অব অনার শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। 

গত ৫ এপ্রিল কবরীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখান থেকে ৮ এপ্রিল স্থানান্তর করা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী এই অভিনেত্রী।