অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ১৩ হাজার, আক্রান্ত ৮ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

বিশ্বে করোনায় দ্বিতীয় ঢেউয়ে দৈনিক মৃত্যু সংখ্যা গত ফেব্রুয়ারি মাস থেকে দ্বিগুণ হচ্ছে। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এর তথ্য মতে, পুরো ফেব্রুয়ারি জুড়ে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা ছিল ছয় থেকে সাত হাজার। কিন্তু মার্চ থেকে তা বাড়তে থাকে এবং ১০ হাজার ছাড়িয়ে যায়।   

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এর হিসেবে এর আগের ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫১৩ জনের। এসময় শনাক্ত হয়েছে ৮ লাখ ৩ হাজার ১৯৪ জনের শরীরে। 

যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ২০ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৩৮৮ জন।

ভারত

যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের বিচারে সবচেয়ে ক্ষতিগ্রসেএথ দেশ ভারত। দেশটিতে প্রথমবারের মতো ২৪ ঘন্টায় ২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে বৃহস্পতিবার (১৫ এপ্রিল)। এখন পর্যন্ত  ভারতে করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জনের এবং মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন। 

ব্রাজিল

বিশ্বব্যাপী দৈনিক মৃত্যুতে বর্তমানে সবচেয়ে বেশি এগিয়ে আছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকান দেশটিতে দৈনিক মারা যাচ্ছে ৩ হাজারের বেশি মানুষ। িএখন পর্যন্ত ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ১৮০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।

বাংলাদেশ
করোনা শনাক্তের বিচারে বাংলাদেশের অবস্থান ৩৩ তম। দেশে একদিনে সর্বোচ্চ ৯৬ জন মারা গেছে বুধবার (১৪ এপ্রিল)। এখন পযন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৮৭ জনের। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।