অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ার ডাক ওবায়দুল কাদেরের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার   আপডেট: ০৫:০৮ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ার ডাক ওবায়দুল কাদেরের

করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ার ডাক ওবায়দুল কাদেরের

বাংলা নতুন বছরের প্রথম দিনে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজ বাসভবনে বুধবার (১৪ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সর্বজনীন বৈশাখী আবেগ-উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারি করোনার আতঙ্কের অন্ধকারে। তবু নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।

‘অদৃশ্যশত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘সময়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।’

এ সময় আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পয়লা বৈশাখ। এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে।

‘চিরচেনা পয়লা বৈশাখকে আজ চেনাই যায় না। এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে; হারিয়ে গেছে হাসি-আনন্দের চিরচেনা বাঁশির সুর।’