অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এভান গিভেনের কাছে ৯০০ মিলিয়র ডলার ক্ষতিপূরণ চায় মিশর

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার   আপডেট: ০৪:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

এভান গিভেনের কাছে ৯০০ মিলিয়র ডলার ক্ষতিপূরণ চায় মিশর

এভান গিভেনের কাছে ৯০০ মিলিয়র ডলার ক্ষতিপূরণ চায় মিশর

বিশ্বের অন্যতম বাণিজ্যিক জলজপথ সুয়েজ খালে আটকে পড়ে অচলাবস্থা তৈরি করায় এভার গিভেন জাহাজ কর্তৃপক্ষের কাছে ৯০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে মিশর। আদালতের মাধ্যমে জাহাজের জাপানি মালিক শোয়েই কিসেন কাইসা’র কাছে এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। 

গত ২৯ সুয়েজ খালে ৬৮ হাজার কন্টেইনার নিয়ে আড়াআড়িভাবে আটকে যায় দুই লাখ টনের এভার গিভেন। পরে ছয়দিন উদ্ধার কাজ চালিয়ে সে জাহাজ নড়াতে সক্ষম হয়্। এর মধ্যে প্রায় ৪ হাজার জাহাজ আটকে যায় সুয়েজের মুখে। 

মিসর কর্তৃপক্ষ জানিয়েছে, সুয়েজ খালে জাহাজ জট লাগায় প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ডলারের রাজস্ব হারিয়েছে মিশর। তাই ২৯ মার্চ জাহাজটি উদ্ধার হলেও ক্ষতিপূরণের জন্য তা আটকে রাখা হয়। 

এই ছয়দিনে জাহাজ উদ্ধার ও রক্ষণাবেক্ষণের খরচ ও তারপরের এক সপ্তাহের জটে হওয়া আর্থিক ক্ষতি বিবেচনা এভার গিভেন কর্তৃপক্ষের কাছে ৯০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানায় মিসরের স্থানীয় সংবাদমাধ্যম আল আহরাম। 

বুধবার (১৪ এপ্রিল) মালিক কর্তৃপক্ষ শোয়েই কিসেন কাইসারের একজন মুখপাত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছে, জাহাজটির ভাগ্য এখন আইনের হাতে। যথাযথ ক্ষতিপূরণের ব্যাপরে খাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।