অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

করোনায় একদিনে মৃত্যু ৯৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার   আপডেট: ০৪:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

দেশে করোনায় একদিনে ৯৬ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ১৮৫

দেশে করোনায় একদিনে ৯৬ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ১৮৫

দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এবার শত ছুঁইছুঁই। বাংলা নবর্ষের দিনে বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় দেশে ৯৬ জনের মৃত্যু হয়েছে।যা মহামারি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। এদিকে শনাক্তের সংখ্যাও ৭ লাখ পেরুলো।

আর গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫ হাজার ১৮৫ জন। শনাক্তের হার ২০.৮৯ শতাংশ। 

**২৪ ঘন্টায় মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮

**দেড় মাসের ব্যবধানে দেশে চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে ৬১ হাজার ৫৪০

এর আগে মঙ্গলবার করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬৯ জন ছিল, আর শনাক্ত ৬ হাজার ২৮। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ৯ হাজার ৯৮৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৩ হাজার ১৭০।

• ২৪ ঘণ্টায় মৃত্যু : ৯৬
• মোট মৃত্যু: : ৯ হাজার ৯৮৭
• শনাক্ত : ৫ হাজার ১৮৫
• মোট শনাক্ত : ৭ লাখ ৩ হাজার ১৭০
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৪ হাজার ৮২৫ জন

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,  ৯৪ জন হাসপাতালে মারা গেছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে বাড়িতে।

মৃতদের মধ্যে ৬৮ জন রাজধানীবাসী,  চট্টগ্রামের ১২ জন। ৫ জন করে খুলনা ও বরিশালের। ৩ জন করে সিলেট ও ময়মনসিংহের।

ঢাকা: ৬৮
চট্টগ্রাম: ১২
খুলনা: ৫
বরিশাল: ৫
সিলেট: ৩
ময়মনসিংহ: ৩

মৃত্যদের মধ্যে ৫৫ জনের বয়স ৬০ এর বেশি। ৫১-৬০ বছর বয়সী ২৫ জন, ৪১-৫০ বছর বয়সী ১২ জন। এছাড়া ২ জনের বয়স ৩১-৪০ এবং ২১-৩০ এর মধ্যে।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৫৯ (৭৪.৪৫%)
নারী:  ৩৭ (২৫.৫৫%)

করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যাও বাড়ছে। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।