অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হেফাজত নেতা শরিফউল্লাহ রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার   আপডেট: ০২:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৪ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ শরিফউল্লাহকে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ রিমান্ডের আদেশ দেন। 

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে গত ১৩ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, শরিফউল্লাাহকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের (২০১৩ সালের ৬ মে) একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পলিশের কাজে বাঁধা, রাষ্ট্রদোহিতা এবং নাকশার কয়েকটা মামলা রয়েছে।