অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সর্বাত্মক বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে কড়াকড়ি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার   আপডেট: ০৫:১০ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

সর্বাত্মক বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে কড়াকড়ি

সর্বাত্মক বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে কড়াকড়ি

বাংলা নতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে দেখা যাচ্ছে গত সপ্তাহের বিপরীত চিত্র। বুধবার সকাল থেকেই সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

তবে এবার শুরু থেকেই বলা হয়েছিল, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া মুভমেন্ট পাস নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য চলাচল করা যাবে।

রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, সায়েন্সল্যাব, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার মোড়গুলোতে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে।

প্রিন্ট কপি বা মোবাইলে মুভেমন্ট পাসে দেখিয়ে অনেককেই চলাচল করছেন।

পণ্য পরিবহনের পিকআপ ও ট্র্যাক ছাড়া অন্য কোনো বাহনের দেখা মেলেনি।

সড়কে কিছু ব্যক্তিগত যান, মোটরসাইকেল, রিকশা ও পয়লা বৈশাখের ছুটির দিন হিসেবেও মানুষের চলাচল কম।

 রিকশা চলাচল করতে দেখা গেলেও আছে পুলিশের নজরদারি।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ঘরের বাইরে যেতে দেয়া হচ্ছে না।

মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। গাড়ি থামিয়ে পরিচয় জানছেন তারা। দেখা গেছে, যারা জরুরি সেবার আওতায় কর্মরত তাদের যেতে দেওয়া হচ্ছে, অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

অনেক সড়কে কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ রাখতে দেখা গেছে। তবে ওইসব সড়কে জরুরি সেবা সংস্থার যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা খোলা রাখা হয়েছে।

গুলিস্তান, তোপখানা রোড, বিজয়নগর, নয়াপল্টন, ফকিরেরপুল, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, বেইলি রোড, কাকরাইল, মগবাজার ঘুরে এ রকম চিত্রই দেখা গেছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের মোড়ে মোড়ে টহলে ছিলেন। বিভিন্ন মোড়ে মাইকিং চলেছে, “অযথা কেউ বাসার বাইরে আসবেন না। স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকুন। মাস্ক পড়ুন।”