অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জলবায়ু পরিবর্তন রোধে আইন করলো নিউজিল্যান্ড, বিশ্বে প্রথম

পৃথিবীজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার  

বিশ্বে প্রথম জলবায়ু পরিবর্তন বিষয়ক আইন করলো নিউজিল্যান্ড। যা প্রয়োগের মাধ্যমে দেশটি আর্থিক ফার্মগুলোকে মানতে বাধ্য করা হবে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার পক্ষে নিউজিল্যান্ড। এবং তারা মনে করে আর্থিক খাতকে এ জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। 

ব্যাংক, বীমা ও তহবিল ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলোকে খেয়াল রাখতে হবে তাদের অর্থে যে বিনিয়োগ হচ্ছে- তাতে পরিবেশের কোনো ক্ষতি হতে পারে কিনা, বলছিলেন নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জেমস শ'। 

চলতি সপ্তাহেই এতদসংক্রান্ত আইন হাতে আসবে। এই আইনে জলবায়ু ঝুকি ও মোকাবেলার বিষয়টি আর্থিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহীতাদের ওপর দায়িত্ব বর্তাবে। 

নিউজিল্যান্ডের ২০০টির মতো বড় বড় কোম্পানি, বেশ কিছু বিদেশি ফার্ম এই আইনের আওতায় আসবে। 

বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে এমন আইন করতে পারায় এ ক্ষেত্র নিউজিল্যান্ড এগিয়ে থাকবে ও নেতৃত্ব দেবে, যা অন্য দেশের ওপর চাপও তৈরি করবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।