অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার   আপডেট: ১১:২৬ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

ভারতে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৭ জন।

ভারতে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৭ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত এখন টালমাটাল। কোভিড-১৯ এ মৃত্যু ও আক্রান্ত সংখ্যা আগের সব সময়কে ছাড়িয়ে যাচ্ছে। 

বুধবার (১৪ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ১ হাজার ২৭ জন এবং শনাক্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জনের। এ দুটিই ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনায় প্রথম ঢেউয়ে ভারতে সর্বোচ্চ শনাক্ত ছিল ৯৮ হাজার। 

দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ৭২ হাজার ৮৫ জন। বিশ্বে মৃত্যুর সংখ্যায় ভারতের অবস্থান তৃতীয়। আর শনাক্ত হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন। যুক্তরাষ্ট্রের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বাজে অবস্থা বিরাজ করছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ২১২ জনের। এছাড়া দিল্লিতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে ১৩ হাজার ৪৬৮ জন। 

করোনা সংক্রমণ কমাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ১৪ এপ্রিল রাত ৮টা থেকে ১ মে পর্যন্ত কারফিউ জারি করার ঘোষণা দিয়েছেন। করাফিউ ঘোষণা পর রাজ্য ছাড়তে শুরু করেছে বাইরে থেকে আসা শ্রমিকরা।