অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৯:৫৮ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রোজা। ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র নিশ্চিত করেছে, চাঁদ দেখা গেছে মুন্সিগঞ্জ, নড়াইল, বান্দরবানে।

ফলে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল বুধবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আজ বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাল হবে প্রথম রোজা।

তবে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে মসজিদে তারবিহ ও ওয়াক্তের নামাজে এবারেও ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না।