অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ২৯ লাখ ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন।

করোনা শনাক্ত হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জনের এবং সুস্থ হয়েছেন ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩। 

যুক্তরাষ্ট্র
সংক্রমণ কমলেও বিশ্বে করোনায় এখনো সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬ জন।

ভারত
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে গত চারদিন ধরে দৈনিক শনাক্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষের। দেশটিতে ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৮৯ জন।

ব্রাজিল
মৃ্ত্যুতে দ্বিতীয় ও সংক্রমণে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে দৈনিক চার হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।

বাংলাদেশ
আক্রান্তের দিক থেকে ৩৩ তম স্থানে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৮২২ জনের।