অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ৮৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার   আপডেট: ০৫:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ৮৩

প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ৮৩

দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে, প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় দেশে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

**করোনায় একদিনে রেকর্ড ৭৮ মৃত্যু

আর গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭ হাজার ২০১ জন। শনাক্তের হার ২০.৫৯ শতাংশ। 

এর আগে রবিবার করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭৮ জন ছিল, আর শনাক্ত ৫ হাজার ৮১৯। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ৯ হাজার ৮২২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৯৫৭।

• ২৪ ঘণ্টায় মৃত্যু : ৮৩
• মোট মৃত্যু: : ৯ হাজার ৮২২
• শনাক্ত : ৭ হাজার ২০১
• মোট শনাক্ত : ৬ লাখ ৯১ হাজার ৯৫৭
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৪ হাজার ৯৬৮ জন

সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৭৪ জন হাসপাতালে মারা গেছেন, ৫ জন বাসায় এবং ৪ জনের মৃত্যু হয়েছে বাসা থেকে হাসপাতালে আনার পথে।

মৃতদের মধ্যে ৫৪ জন রাজধানীবাসী,  চট্টগ্রামের ১৭ জন এবং ৩ জন রাজশাহী বিভাগের। এছাড়া খুলনার ৪, সিলেট ও বরিশালে ২ জন করে এবং ১ জন রংপুরের বাসিন্দা।

ঢাকা: ৫৪
চট্টগ্রাম: ১৭
রাজশাহী: ৩
খুলনার: ৪
সিলেট: ২
বরিশাল: ২
রংপুর: ১

মৃত্যদের মধ্যে ৫২ জনের বয়স ৬০ এর বেশি। ৫১-৬০ বছর বয়সী ১৬ জন, ৪১-৫০ বছর বয়সী ১১ জন। এছাড়া ৪ জনের বয়স ৩১ থেকে ৪০ এর মধ্যে।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৫৪ (৭৪.৬৬%)
নারী:  ২৯ (২৫.৩৪%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৫২৩ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন।