অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সামাজিক মাধ্যম বয়কট করতে চান ইংলিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার  

সামাজিক মাধ্যমে হেনস্তা ও অবমাননার অভিযোগে এ ধরনের প্লাটফর্ম বয়কট করতে পারেন ইংলিশ ক্রিকেটাররা। সোমবার (১২ এপ্রিল) এমনটাই জানিয়েছেন দলটির পেসার স্টুয়ার্ট ব্রড। 

সম্প্রতি মঈন আলীর দাঁড়ি ও ধর্ম চর্চা নিয়ে টু্ইটারে বিরূপ মন্তব্য করেন লেখক তসলিমা নাসরিন। যার প্রতিবাদ টুইটারেই জানায় অন্য ক্রিকেটাররা। এ সর্বোচ্চ প্রতিবাদ হিসেবে তারা বয়কট করতে পারেন বলে জানান স্টুয়ার্ট ব্রড। 

ব্রড বলেন, সামাজিক মাধ্যমে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু কিছু সময় যদি তার থেকে নেতিবাচকতা ছাড়িয়ে যায় তাহলে বন্ধ করে দেয়াই উচিত। যদি আমাদের ড্রেসিং রুমে এই ধরনের সিদ্ধান্ত হয় এবং যা হচে্ছ তার পরিবর্তন চাওয়া হয় তাহলে বয়কটের মাধ্যমে কঠিন জবাব দেয়া হবে। 

এর আগে গত সপ্তাহে স্কটিশ ফুটবল ক্লাব রেঞ্জার্স ও ইংলিশ ক্লাব সোয়ানসি সিটিও খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদ হওয়া সামাজিক মাধ্যম বয়কটের ঘোষণা দেয়।