অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভ্যাকসিন পেতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার  

কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ সরকার। সোমবার (১২ এপ্রিল) ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর এই তথ্য জানান। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘জনসন এন্ড জনসন’ ও রাশিয়ার ‘স্পুটনিক’ উৎপাদনকারীদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। 
ঠিক কবে দরপত্র আহ্বান করা হবে তা তিনি বলেননি। তবে জানিয়েছেন, দরপত্রের সব নিয়ম অনুসরণ করে তা আহ্বান করা হবে। 

আলমগীর জানান, তাদের ৭০০টির বেশি কোল্ড চেইন ম্যানেজমেন্ট ইউনিট আছে যা ভ্যাকসিন রক্ষাণাবেক্ষণের মানদণ্ড পূরণ করতে সক্ষম। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত টিকা নেই বলেও জানান তিনি। 

করোনা সংক্রমণ বাড়ায় ভারত বাইরে ভ্যাকসিনের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা জলদি কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ভারত থেকে জুনের মধ্যে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভ্যাক্সিনের ৩ কোটি ডোজ পাওয়ার বিষয়ে তার স্থানীয় বিক্রেতা বেক্সিমকো ফার্মার সাথে চুক্তি করেছে সরকার। তবে এখন পর্যন্ত কেবল ৭০ লাখ ডোজ ভ্যাকসিনের চালান এসেছে।