অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্থগিত হওয়া পিএসএল শুরু হবে ১ জুন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার  

করোনার প্রকোপে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এর বাকি ম্যাচগুলো আগামী ১ জুন থেকে শুরু হবে। বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাকি ২০ টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি হবে ২০ জুন। পিসিবির জৈব সুরক্ষা বলয়ে থেকেও ক্রিকেটার ও স্টাফরা করোনাক্রান্ত হওয়ায় ৪ মার্চ টুর্নামেন্ট স্থগিত করা হয়। তার আগে মাত্র ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

যেসব ক্রিকেটার, কোচ ও স্টাফরা টুর্নামেন্টের সাথে জড়িত থাকবেন তারা আগামী ২২ মে থেকে সাতদিনে কঠোর কোয়ারেন্টাইনে থাকবেন। তারপরই সবাইকে ট্রেনিংয়ের অনুমতি দেয়া হবে। 

একই দিনে সাবেক ক্রিকেটারদের স্মরণ করতে হল অব ফ্রেম করা সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। প্রথমে আইসিসির হল অব ফ্রেমে থাকা ছয়জনের ছবি এখানে জায়গা পাবে। তারপর একটি স্বাধীন প্যানেলের মাধ্যমে প্রতিবছর ১৬ অক্টোবর আরও তিনজন করে নাম প্রকাশ করা হবে। ১৯৫২ সালের ১৬ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে পাকিস্তান।