অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কার্যকারিতা বাড়াতে কয়েকটি ভ্যাকিসন একসাথে মেশাবে চীন!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার   আপডেট: ০১:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

চীনে শীর্ষ রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা গাও ফু জানিয়েছেন, দেশটিতে যেসব ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে সেগুলোর কার্যকারিতা খুবই কম। তাই সাফল্য পেতে কয়েকটি ভ্যাকসিন মিশিয়ে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। 

মানুষের শরীরে প্রয়োগের জন্য এখন পর্যন্ত চারটি ভ্যাকসিন বাজারে এনেছে চীন। যদিও ক্লিনিকাল ট্রায়ালে কোনটিই ৫০ শতাংশের বেশি কার্যকারিতা দেখাতে পারেনি। এগুলো দিয়ে এখন পর্যন্ত ১০ কোটির বেশি মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। 

চীনের রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান গাও এক সংবাদ সম্মেলনে বলেন, কার্যকারিতা বাড়াতে ভ্যাকসিন মিশ্রণ হতে পারে। তিনি বলেন, যদি ডোজ সংখ্যা ও তার সময়ের ব্যবধান নতুন করে নির্ধারিত করা যায় তাহলে সাফল্য আসতে পারে। 

তবে পরদিনই নিজের মন্তব্যে সূর পাল্টান তিনি। বলেন, পুরো বিশ্বে ব্যবহার হওয়া ভ্যাকসিনগুলোই কোথাও কোথাও কার্যকর ও কোথাও খুব বেশি কার্যকর নয়। কীভাবে তা বাড়ানো যায় সেটাই এখন বিশ্বের বিজ্ঞানীদের কাছে বড় প্রশ্ন। 

তার দ্বিতীয় বক্তব্যটি ঢালাও ভাবে প্রচার করে চীনের মিডিয়া। কিন্তু ওয়েবোতে প্রচার হয়ে যাওয়ার পর আগের মন্তব্য নিয়ে অনেকে সমালোচনা করেন ও তার মুখ বন্ধ রাখার পরামর্শ দেন। 

চীন দাবি করছে করোনা ভ্যাকসিনগুলো খুবই কার্যকর ও শুধুমাত্র চীনা টিকা গ্রহিতাদের তারা ভবিষ্যতে ভিসা দিবে।