অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকাদান কর্মসূচিতে সবচেয়ে দ্রুত ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার  

করোনার টিকাদান কার্যক্রমে সবচেয়ে দ্রুত ১০ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে বলে দাবি করছে ভারত। রবিবার (১১ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ৮৫ দিনে ১০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের লেগেছে ৮৯ দিন এবং চীনের ১০২ দিন। 

করোনা ভ্যাকসিন কার্যক্রমের গতি দ্রুত হলেও দেশটিতে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। রবিবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো ভারতে দেড় লাখ মানুষের করোনা শনাক্ত হয়। এছাড়া মারা গেছেন ৮০০ এর অধিক। গত সপ্তাহ থেকে এই সংখ্যা কেবল বাড়ছে। 

কিছু প্রতিবেদনে বলা হয়েছে টিকাদান কর্মসূচিতেও দেখা দিয়েছে কিছু প্রতিকূলতা। কেন্দ্রীয় সরকার দাবি করছে ৪ কোট ডোজ মজুদ আছে, তবে ছয়টি রাজ্য থেকে অভিযোগ করা হয় তারা টিকা সংকটে আছে। এই সংকটকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকার। 

আগামী জুলাইয়ের মধ্যে ২৫ কোটি প্রাপ্তবযস্ককে টিকার অন্তুর্ভুক্ত করতে চায় ভারত। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্য অর্জনে ভ্যাকসিন কার্যক্রমের গতি আরও বাড়াতে হবে। যদিও বলা হচ্ছে ৪৫ বছরের বেশি বয়স্করা টিকা নিতে পারবেন তবে এখনও ভারতে বেশিরভাগ ডোজ ব্যবহার হয়েছে সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্বদের জন্য।