অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিধিনিষেধ শিথিলের আগে ব্রিটেনকে সতর্ক করলো ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:৩১ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার  

ডব্লিউএইচও ইউরোপ শাখার শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ক্যাথরিন স্মলউড বলেছেন, ‘সংক্রমণ কমলেও যে পরিমাণে এখনো

ডব্লিউএইচও ইউরোপ শাখার শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ক্যাথরিন স্মলউড বলেছেন, ‘সংক্রমণ কমলেও যে পরিমাণে এখনো

সংক্রমণ আপাতদৃষ্টিতে কমতে থাকায় এবং হাসপাতালে রোগী ভর্তি কমায় বিধিনিষেধ শিথিলের যে পদক্ষেপ নিয়েছে ব্রিটেন তা দেখে দেশটিকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

ডব্লিউএইচও ইউরোপ শাখার শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ক্যাথরিন স্মলউড বলেছেন, ‘সংক্রমণ কমলেও যে পরিমাণে এখনো ঘটছে,  সেটা ভয়ের। এখনো বিপদ সীমাতেই রয়েছে ব্রিটেন। আর একটা ঢেউ এলে সামলাতে পারবে না।’

ব্রিটেনের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণ কিছুটা কমায় তারা করোনা-বিধি হালকা করার কথা ভাবছে। অতিপ্রয়োজনীয় নয় এমন দোকান,  জিম,  আউটডোর রেস্তোরাঁ, পাব হয়তো খুলে দেওয়া হবে শিগগিরই।

স্মলউড বলেন, ‘এত দিন এই কড়াকড়িগুলো হচ্ছিল বলেই কিন্তু সংক্রমণ কমেছিল। টিকাদান জরুরি। সবার টিকা নেওয়া উচিত। তাতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠছে। কিন্তু ব্রিটেনের যা পরিস্থিতি, ঢিল দিলে সংক্রমণ বাড়তে সময় লাগবে না।’

স্মলউড আরও মনে করিয়ে দিয়েছেন, ‘ভাইরাস শক্তি বাড়িয়ে ভয়ংকর হয়ে উঠেছে। নতুন স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা ও মারণ ক্ষমতা, দুইই বেশি।’

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তাদের দেশে ছড়িয়ে পড়া নতুন স্ট্রেনের ক্ষেত্রে ভ্যাকসিন ভালো কাজ করছে না। এ বিষয়টি নিয়েও বিশেষজ্ঞরা ব্রিটেনকে সতর্ক থাকতে বলেছেন।