অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় রাজধানীর ১৭ এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার   আপডেট: ০১:২৬ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার

রাজধানীর অন্তত ১৭ এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশেরও বেশি

রাজধানীর অন্তত ১৭ এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশেরও বেশি

সারাদেশে সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ হলেও রাজধানীর অন্তত ১৭ এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশেরও বেশি পাওয়া গিয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী, আরও ২৩টি এলাকায় সংক্রমণের হার ২০ শতাংশেরও বেশি।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি থাকা মানে সেখানে উচ্চ পর্যায়ের ঝুঁকি রয়েছে এবং ২০ শতাংশের বেশি থাকা মানে তা মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রয়েছে, যেটি যেকোনো সময় উচ্চ ঝুঁকিতে রূপান্তরিত হতে পারে।

গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকার উভয় সিটি কর্পোরেশন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে এর বিশ্লেষণ করা হয়েছে। তথ্য সংগ্রহের পর এলাকাবাসীদের সঙ্গে ফোনে কথা বলে তার সত্যতা যাচাই করা হয়েছে।

আইইডিসিআর’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘তথ্যগুলোকে বিশ্লেষণ করে দেখা গেছে যে ঢাকার রূপনগর ও আদাবর থানা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সেখানে সংক্রমণের হার যথাক্রমে ৪৬ ও ৪৪ শতাংশ।’

এতে আরও বলা হয়েছে, ‘ঢাকায় অঞ্চলভিত্তিক লকডাউন চালু করা খুবই কঠিন। কিন্তু, আমাদের হাতে টোলারবাগ ও রাজাবাজারের উদাহরণ দুটি আছে। সেখানে এ প্রক্রিয়াটি সফল হয়েছিল।’

৩০ শতাংশের চেয়ে বেশি সংক্রমণের হার পাওয়া এলাকা-
রূপনগর, আদাবর, শাহ আলী, রামপুরা, তুরাগ, মিরপুর, কলাবাগান, তেজগাঁও, মোহাম্মদপুর, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, চকবাজার, সবুজবাগ, মতিঝিল, দারুস সালাম ও খিলগাঁও।

২০ শতাংশের চেয়েও বেশি সংক্রমণের হার পাওয়া এলাকা-
শাহবাগ, বংশাল, লালবাগ, শাহজাহানপুর, রমনা, কামরাঙ্গীরচর, শ্যামপুর, বাড্ডা, বনানী, উত্তরখান, দক্ষিণখান, শেরেবাংলা নগর, সূত্রাপুর, যাত্রাবাড়ী, পল্লবী, কাফরুল, ডেমরা, ওয়ারী, ভাটারা, খিলক্ষেত, কদমতলী ও পল্টন।

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মনে করছে, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধিতে জনস্বাস্থ্য সম্পর্কিত যে ১৮টি নির্দেশনা জারি হয়েছিল, সেগুলো সঠিকভাবে মানা হচ্ছে না। তাই ‘বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার’।