অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

“তারা প্রতিটি ছায়ার দিকে গুলি ছুড়েছে”

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ এএম, ১১ এপ্রিল ২০২১ রোববার  

মিয়ানমারের ইয়াঙ্গুনের বোগো শহরে শুক্রবারের (৯ এপ্রিল) রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে এ সংখ্যা ৮০ কিংবা তারও অনেক বেশি হবে বলে দাবি করছে বিক্ষোভকারীরা। 

এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করে মিয়ানমারের সংবাদ সংস্থা দ্য মিয়ানমার নাউ জানিয়েছে, তারা (সামরিক জান্তা) প্রতিটি ছায়ার দিকে গুলি ছুড়েছে। 

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি এশিয়াতে বলা হয়, ইয়াঙ্গুনের বোগো শহরে শুক্রবার (৯ এপ্রিল) রাত থেকে শনিবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত বৃষ্টির মতো গোলাবর্ষণ করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। ঘটনায় রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেড তুলে দিয়ে মেশিনগান, গ্রেনেড ও মর্টার শেল ব্যবহার করেছে জান্তা সরকার। নড়াচড়া করে এমন যে কোন কিছুতেই গুলি চালানো হয়েছে 

শুক্রবার রাতে কেবল তিনজনের লাশ উদ্ধার করতে পেরেছে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীরা লাশ সরিয়ে বোগো শহরের এক প্যাগোডা ও স্কুলে ফেলে রাখে। গুলিবিদ্ধ হওয়া থেকে ধারণা করা হয় ৬০ জন মারা গেছেন। 

তবে ক্র্যাকডাউনের পর অনেকে পালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা সঠিকভাবে বলা যায়নি। মানবাধিকার সংগঠনগুলোর ধারণা ৮০ জনের বেশি মানুষ এই ক্র্যাকডাউনে প্রাণ হারিয়েছে। লাশ সরিয়ে নেয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্দিষ্ট করা সম্ভব নয়। 

অং সান সুচি নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন দাবি করে ফ্রেবুয়ারির ১ তারিখ অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাবাহিনী। তারপর থেকে গণেতন্ত্রের দাবিতে বিক্ষোভে গুলি চালিয়ে অন্তত ৬০০ জনকে হত্যা করা হয়েছে বলে জানায় দেশটির মানবাধিকার সংগঠনগুলো।