অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুয়েটে ভর্তির আবেদন শুরু ১৫ এপ্রিল, পরীক্ষা দুই ধাপে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৯ এএম, ১১ এপ্রিল ২০২১ রোববার   আপডেট: ১১:৩৩ এএম, ১১ এপ্রিল ২০২১ রোববার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে, চলবে ২৪ এপ্রিল পর্যন্ত । 

ভর্তিচ্ছুকরা প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে কৃতকার্য প্রার্থীরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনিত হবে। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুন। 

আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৫ মে জানিয়ে দেয়া হবে কারা কারা প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে প্রাথমিক ভর্তি পরীক্ষা।

চূড়ান্ত পরীক্ষায় কারা অংশ নিবে সে তালিকা প্রকাশ করা হবে ৫ জুন। আর নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। 

করোনা পরিস্থিতির কারণে তারিখগুলো পরিবর্তিত হতে পারে। 

বুয়েটের ওয়েবসাইটে ভর্তির যোগ্যতাসহ যাবতীয় তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে ২৪ এপ্রিলের মধ্যেই আবেদন ফি জমা দিতে হবে।