অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিজেপি-তৃণমূল সংঘর্ষ, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:০৯ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার  

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার শীতলকুচিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ দমনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চারজন নিহত হয়। এছাড়া দলীয় সংঘর্ষে এক ভোটারে মৃত্যু হয়্। আনন্দবাজার পত্রিকায় এই তথ্য জানানো হয়্। 

শনিবার (১০ এপ্রিল) চতুর্থ দফায় কলকাতা, আলিপুরদুয়ার, হাওড়া, হুগলি ও কুচবিহারের মোট ৪৪ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। যেখানে মোট প্রার্থী ৩৭২ জন। 

সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরুর পরপরই সংঘর্ষ বাধে শীতলকুচির ১২৬ নং বুথের বাইরে। সংঘর্ষ দমাতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাদের এমন গুলি চালোনো নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করে যাচ্ছে তৃণমূল ও বিজেপি।

এদিকে শীতলকুচির পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নং বুথের সামনেও দফায় দফায় সংঘর্ষ বেধেছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এ সংঘর্ষে আনন্দ বর্মেন নামের এক ১৮ বছরের কিশোরের মৃত্যু হয়েছে।