অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৪২ এএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার   আপডেট: ১১:৪২ এএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার

হাওড়ায় ভোট দিচ্ছেন এক বৃ্দ্ধা। ছবি- আজকাল

হাওড়ায় ভোট দিচ্ছেন এক বৃ্দ্ধা। ছবি- আজকাল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটগ্রহণ চলছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যে ৬টায়। 

শনিবার (১০ এপ্রিল) চতুর্থ দফা কলকাতা, আলিপুরদুয়ার, হাওড়া, হুগলি ও কুচবিহারের মোট ৪৪ টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। 

সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে চলা ভোটে তৃণমূল, বিজেপি, সংযুক্ত মোর্চা অন্যান্য দল মিলে প্রার্থী সংখ্যা ৩৭২ জন। বিজেপি ও তৃণমূলে বেশ কয়েকজন তারকা প্রার্থী আছেন। 

তারমধ্যে অন্যতম বিজেপির অভিনেত্রী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা যশ, অভিনেত্রী অঞ্জনা বসু। অন্যদিকে তৃণমূলের আছে ক্রিকেটার মনোজ তিওয়ারি, ফুটবলার বিদেশরঞ্জন বসু, অভিনেতা কাঞ্চন মল্লিক ও সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। 

গত বিধানসভা নির্বাচনে এই ৪৪ আসনে এক আধিপত্য ছিল তৃণমূলে। মোট ৩৯ টি আসনে জেতে মমতা ব্যানার্জির দল। অন্যদিকে বিজেপি জেতে ১টি, বাম ৩ ও কংগ্রেস ১টি। 

পশ্চিমবঙ্গে ভোট হবে মোট আট দফা। ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা হবে ২ মে।