অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

দেশে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত আবারও সাত হাজারের ঘরে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১০ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার   আপডেট: ০৪:১৯ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

দেশে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৭ হাজার ৪৬২ জন, মৃত্যু ৬৩

দেশে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৭ হাজার ৪৬২ জন, মৃত্যু ৬৩

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের সংখ্যা আবারও সাত হাজার পেরিয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৬২ জনের শরীরে। একদিনে মৃত্যু হয়েছে ৬৩ জনের।

**দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৭৪, নতুন রেকর্ড

৩১ হাজার ৬৫৪ জনের করোনা পরীক্ষায় শনাক্তের এই সংখ্যা পাওয়া যায়। শনাক্তের হার ২৩.৫৭।

এদিকে, গতকাল বৃহস্পতিবারবার করোনায় মৃতের সংখ্যা ছিল ৭৪, আর শনাক্ত হয় ৬ হাজার ৮৫৪ জনের শরীরে। এ পর্যন্ত দেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯ হাজার ৫৮৪ জন। আর শনাক্ত সর্বমোট ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।

গত জুন থেকে আগস্ট—এই তিন মাস করোনার সংক্রমণ ছিল তীব্র। মধ্যে নভেম্বর-ডিসেম্বরে কিছুটা বাড়লেও বাকি সময় সংক্রমণ নিম্নমুখী ছিল। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ মাস থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

• ২৪ ঘণ্টায় মৃত্যু : ৬৩
• মোট মৃত্যু: : ৯ হাজার ৫৮৪
• শনাক্ত : ৭ হাজার ৪৬২
• মোট শনাক্ত : ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩১ হাজার ৬৫৪ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৬৩ জনই বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৪২ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রামের ১০, রাজশাহীর ২, খুলনার ৩, বরিশালের ৪ এবং ১ জন করে ময়মনসিংহ ও সিলেটের বাসিন্দা।

ঢাকা: ৪২
চট্টগ্রাম: ১০
খুলনা: ৩
বরিশাল : ৪
রাজশাহী: ২
সিলেট: ১
ময়মনসিংহ: ১

মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৩৬ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ১৬ জন। ৪১-৫০ এর মধ্যে ৪ জনের বয়স। এছাড়া ৩১-৪০ এর মধ্যে ৫ জন এবং ২১-৩০ এর মধ্যে ২ জনের বয়স।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৪৩ (৭৪.৮৪%)
নারী: ২০ (২৫.১৬%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,৫১১ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।