অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও ৫০০০০ টন চাল কিনবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১১ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৪:১৩ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

টেন্ডারেঅ-বাসমিত সিদ্ধ চালের দর চাওয়া হয়েছে।

টেন্ডারেঅ-বাসমিত সিদ্ধ চালের দর চাওয়া হয়েছে।

রেলপথে পণ্য পরিবহনের শর্তে ৫০ হাজার টন চাল কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই দরপত্র জারি করা হয়। চালের মূল্যসহ টেন্ডার জমা দেয়ার শেষ সময় ১৮ এপ্রিল। 

চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় দেশ হলেও সাম্প্রতিক সময়ে বারবার বন্যার কারণে সেভাবে ফসল উৎপাদন হয়নি। ফলে বাজারে চালের দাম দিন দিন বাড়ছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৫০,০০০ টন চাল কেনা হবে আন্তর্জাতিক বাজার থেকে। এর মধ্যে থাইল্যান্ড ও ভারত থেকে ১৫০,০০০ টন করে এবং ভিয়েতনাম থেকে ৫০,০০০ টন চাল কেনার সিদ্ধান্ত রয়েছে। বাকিগুলো দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে। 

আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনার জন্য এটি চতুর্থ টেন্ডার। এর আগেও তিনবার দেড় লাখ টন চাল কেনার টেন্ডার ছাড়া হয়। 

সর্বশেষ টেন্ডারেও অ-বাসমিত সিদ্ধ চালের দর চাওয়া হয়েছে, যার মধ্যে রেলপথে আনার ব্যয় অন্তুর্ভুক্ত থাকবে। চুক্তির ৫০ দিনের মধ্যে এই চাল বাংলাদেশে আসতে হবে। 

এক ইউরোপিয়ান ব্যবসায়ীর বরাত দিয়ে বিজনেস রেকর্ডার জাানায়, এবারের দরপত্রে রেলপথের শর্ত জুড়ে দেয়ায় ভারত থেকেই চাল কেনার সম্ভাবনা বেশি।