অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফ্রেঞ্চ ওপেন এক সপ্তাহ পেছালো 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

ফ্রেঞ্চ ওপেন শিরোপা গাতে রাফায়েল নাদাল ও ইভা সোয়েটেক।

ফ্রেঞ্চ ওপেন শিরোপা গাতে রাফায়েল নাদাল ও ইভা সোয়েটেক।

স্টেডিয়ামে দর্শক ঢোকানোর আশায় আরও এক সপ্তা পেছানো হলো ফ্রেঞ্চ ওপেন। রোল্যান্ড গ্যারোসে এখন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটি ৩০ মে শুরু হয়ে শেষ হবে ১৩ জুন। 

করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় ফ্রান্স জুড়ে তৃতীয়বারের মতো লকডাউন চলছে। যা মে মাসে শেষ হতে পারে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিযোগিতা এক সপ্তাহ পেছানোকে সম্ভাব্য সেরা সমাধান হিসেবে মন্তব্য করেছে ফরাসি টেনিস ফেডারেশন (এফএফটি)। 

এফএফটির সভাপতি গিলস মোরেটন বলেছেন, আমরা আনন্দিত যে সরকার, আন্তর্জাতিক টেনিস পরিচালনা কমিটি, সম্প্রচারক এবং ডব্লিউটিএ এন্ড এটিপি এক সপ্তাহ পেছানোর বিষয়ে সম্মত হয়েছে। এক সপ্তাহ পেছানোর ফলে স্বাস্থ্য পরিস্থিতি আরও উন্নত হওয়ার সুযোগ থাকবে এবং দর্শক প্রবেশের সম্ভবনা বাড়াবে। বিশ্বের অন্যতম ক্রীড়া ইভেন্টের জন্য দর্শক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এর আগে করোনার কারণে ২০২০ সালের ফ্রেঞ্জ ওপেন স্থগিত করা হয়। পরে মাত্র ১ হাজার দর্শকের সামনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল ও নারী এককে শিরোপা জেতেন পোলিশ কিশোরী ইগা সোয়েটেক।