অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের শহর বেইজিং

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে মার্কিন ডলারের হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়রের শহর চীনের বেইজিং। ম্যাগাজিনের শীর্ষ ধনীদের বাৎসরিক মূল্যায়নে বিষয়টি উঠে আসে। 

ফোর্বস জানায়, বেইজিংয়ে বর্তমান বিলিয়নিয়রের সংখ্যা ১০০ জন। শুধু গতবছরেই শহরটিতে বিলিয়নিয়র বেড়েছে ৩৩ জন। যার খুব কাছেই রয়েছে নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রের শহরটিতে বিলিয়নিয়র সংখ্যা ৯৯ জন৷ 

মূলত কোভিড-১৯ এর ধাক্কা দ্রুত কাটিয়ে ওঠার পর চীনের প্রযুক্তি খাতে প্রসার ও শেয়ার বাজারের কারণে বিলিয়নিয়রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

বেইজিংয়ের সবচেয়ে ধনী বয়ক্তির নাম ঝাং ইমিং৷ জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকের প্রতিষ্ঠাতা ও বাইট ডান্সের প্রধান নির্বাহীর মোট সম্পদের মূল্য ৩৫.৬ বিলিয়ন ডলার। অন্যদিকে নিউইয়র্কের সবচেয়ে ব্যক্তি এর মেয়র মিচেল ব্লুমবার্গ। তার সম্পদের মূল্য ৫৯ বিলিয়ন ডলার।