অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়লো ৯ ট্রাক-পিকআপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষীপুর

প্রকাশিত: ১০:০০ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১১:৩২ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

লক্ষীপুরের কাছাকাছি মেঘনা নদীতে কলমীলতা নামে এক ফেরিতে আগুন লেগে ৯টি যানবাহন পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোর ৪ টায় এই দুর্ঘটনা ঘটে। কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

১৬ টি মালবাহী ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে ভোলার ই‌লিশা যাচ্ছিল ফে‌রি‌টি। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে পৌঁছুলে ফেরিটিতে আগুন ধরে যায়। 

আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ সদস্যরা। ফেরিতে থাকা মানুষজন ৯৯৯ এ কল করলে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যায়। 

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। এতে মুহূর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। দুর্ঘটনায় মালামালসহ ৯ টি ট্র্যাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে। এছাড়া দুটি গাড়ি ছাড়া বাকি সবগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। 

প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ফেরিটি লক্ষীপুরের একটি চর এলাকায় নোঙর করে রাখা হয়েছে।