অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিলে করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার  

কোভিড-১৯ শুরুর পর থেকে প্রথমবার ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা চার হাজার ছাড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। তারজন্য করোনার নতুন ধরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিলের হাসপাতালগুলো এখন করোনা রোগীতে ভরপুর। কিছু কিছু জায়গায় চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেক রোগী। বলতে গেলে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা ভেঙে পড়ার মুখে। 

দেশটিতে গত ২৪ ঘন্ট করোনায় মারা গেছেন ৪ হাজার ১৯৫ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার জন। যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। তারপরও কোন লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো। 

কারণ হিসেবে বলছেন, লকডাউন দিলে দেশটির অর্থনীতি এতটাই ক্ষতিগ্রস্থ হবে যে তা করোনায় মৃত্যুর ক্ষতির চেয়ে বেশি। তারচেয়ে দেশটি কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে চলতে চাইছে। 

ব্রাজিলে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত দুই মাসে এই সংখ্যা বেড়েছে অনেক বেশি। শুধু মার্চ মাসেই মারা গেছে ৬৬ হাজার ৫৭০ জন। যা ফেব্রুয়ারির প্রায় দ্বিগুণ।