অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লকডাউনে শ্রমিকদের মাসিক অনুদান দেওয়ার দাবি মির্জা ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:০৭ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

লকডাউনে শ্রমিকদের মাসিক অনুদান দেওয়ার দাবি মির্জা ফখরুলের

লকডাউনে শ্রমিকদের মাসিক অনুদান দেওয়ার দাবি মির্জা ফখরুলের

করোনাকালে শুধু মালিকদের দিলেই হবে না, লকডাউনে শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদান দিতে হবে। এই দাবি জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিক দলের এক ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম এ দাবি জানান। শ্রমিক দলের নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 মির্জা ফখরুল বলেন, করোনাকালে শুধু মালিকদের দিলেই হবে না, শুধু ব্যাংক থেকে ঋণ দিলেই হবে না। এই কোভিডকালে অবশ্যই শ্রমিকদের ভর্তুকি দিতে হবে। প্রত্যেক শ্রমিককে অবশ্যই সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই দাবি আজকে করছি যে দেশে ইনফরমাল সেক্টরে যত শ্রমিক আছেন, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যত শ্রমিক আছেন, অন্যান্য কলকারখানার সঙ্গে যেসব শ্রমিক যুক্ত আছেন, তাদের প্রত্যেককে মাসের একটা অনুদান অবশ্যই দিতে হবে, যেটা অন্যান্যদের দেওয়া হয়েছে।’

বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, '‌‌সরকার পরিবর্তন করতে হলে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরাতে হলে প্রধান যে দুটি শক্তি দরকার, একটা হচ্ছে ছাত্রসংগঠন, আরেকটি শ্রমিকসংগঠন। সেই সংগঠন তো আমরা সেভাবে গড়ে তুলতে পারছি না। সে কারণে আমি অনুরোধ করব, আসুন আমরা সবার সঙ্গে যোগাযোগ করি, কথা বলি, কীভাবে সংগঠনগুলোকে আবার গড়ে তোলা যায়, সেই চেষ্টা করি।’

বিএনপির মহাসচিব বলেন, 'আজকে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি আট হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। নতুন করে আবার এই কয়েক দিনে ২০ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আসুন, জাফর ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি এই শ্রদ্ধা নিবেদন হোক, এই শপথই আমরা করি যে আপনি নেই, কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যত দিন বেঁচে আছি, আমরা তত দিন সংগঠনের জন্য আন্তরিকভাবে কাজ করব।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারসহ অন্যান্যরা।